নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ নভেম্বর) : সকল মত ও পথের মানুষ যেন বাংলাদেশের ‘পুনর্নির্মাণে’ অংশগ্রহণের সুযোগ পায়, সেজন্য ‘অবাধ, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচন নিশ্চিত করতে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান।

বুধবার এক বিবৃতিতে তিনি বলেছেন, “বাংলাদেশের নির্বাচন যেন মুক্ত, অবাধ, স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক হয়, তা নিশ্চিত করতে আমি বাংলাদেশের বর্তমান সরকারকে অনুরোধ করছি।

“নির্বাচনই গণতন্ত্রের ভিত্তি এবং জনগণের ইচ্ছার সত্যিকারের প্রতিফলন।”

হাউস অফ কমন্সে হ্যারো ইস্ট আসনের এমপি বব ব্ল্যাকম্যান বলেন, ইউনূস সরকার শপথ গ্রহণ করেছিল ‘আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়বিচার ও ন্যায্যতা নিশ্চিত করার’ প্রতিশ্রুতি দিয়ে।

“এই প্রতিশ্রুতি সত্ত্বেও, গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানিক মূল্যবোধ ও শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা প্রত্যাশিত মাত্রায় সম্পন্ন হয়নি।”

বব ব্ল্যাকম্যান বলেন, “ড. ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তার সেই মর্যাদার জায়গা থেকে আমাদের প্রত্যাশাও অনেক বেশি। সকল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও পরিচয়ের মানুষ যাতে বাংলাদেশের পুনর্নির্মাণে অংশগ্রহণের সুযোগ পায়, তার সরকারকে তা নিশ্চিত করতে হবে।”

বিশেষ করে জুলাই আন্দোলনের পর যারা ‘কঠিন পরিস্থিতির’ মুখোমুখি হয়েছিল, সেই সব সংখ্যালঘুদের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, “তাদের সমান অংশীদার হিসেবে সমাজ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাদের নিরাপত্তা ও সুরক্ষা এবং রাজনীতির অঙ্গনে তাদের ন্যায্য অংশীদারত্ব নিশ্চিত করা জরুরি।”

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের দিকে ইংগিত করে তিনি বলেন, “আমি বাংলাদেশের সকল শুভাকাঙ্ক্ষীকে বলতে চাই, সংস্কৃতি, ভাষা আর আত্মপরিচয়ের জন্য যে দেশের মানুষ সংগ্রাম করেছে, তাদের রাজনৈতিক অধিকার পুনঃস্থাপন এবং একটি ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গড়ার জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে, যেখানে প্রতিশোধ বা বৈষম্যের কোনো জায়গা থাকবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ