অন্তর্বর্তী সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হই : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ নভেম্বর) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে হুমকি না দিয়ে চলুন ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হই।

বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এ সময় তারেক রহমান বলেন, আগামীর ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিছু রাজনৈতিক দল। এরা চায় না, দেশ গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করুক। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাক। বর্তমান অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে তারা ইচ্ছামত দাবি-দাওয়া নিয়ে রাজপথে নেমেছে দেশকে অস্থিতিশীল করার জন্য।

তারেক রহমান বলেন, ভবিষ্যতে যেন আর কেউ দেশ ও জনগণের অধিকার হরণ করতে না পারে। দেশকে যেন কেউ আর তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এটিই হোক আমাদের ৭ নভেম্বরের অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। গণভোট করার জন্য সরকারের ৩ হাজার কোটি টাকা গচ্চা দিতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্যকে যদি সমুন্নত রাখতে চাই আমরা তাহলে আমাদের ৭ নভেম্বরের মতো সিপাহী-জনতার বিপ্লবী চেতনা মনে-প্রাণে ধারণ করতে হবে। প্রতিটি বিপ্লবের একটাই আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা ছিল মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ