করোনায় বিশ্বে মৃত্যু ১ লাখ ৯০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ এপ্রিল ২০২০) : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে, করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২৭ লাখ।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৮৬১ জনের। বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৯ হাজার ৪০৮ জনে। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ লাখ ৩৮ হাজার ৪৯০ জন।

সিএসএসই’র তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৪৯ হাজার ৮৮৭ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ ৮ লাখ ৬৮ হাজার ৯৪৫ জন। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইউরোপের দেশ ইতালি। করোনার প্রাদুর্ভাবে ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৫ হাজার ৫৪৯ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন। তৃতীয় অবস্থানে থাকা স্পেনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২২ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে। স্পেনে মৃতের সংখ্যা ইতালির চেয়ে কম হলেও আক্রান্তের সংখ্যা বেশি। স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪ জন।

ইউরোপেরই অন্যান্য দেশগুলোর মধ্যে ফ্রান্সে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ হাজার ৮৮৯ জন। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৪৬০ জন। এছাড়া যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৯১ জন। আর মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৯ হাজার ২৪৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ