চাঁদার দাবিতে চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যার হুমকি

প্রতিবেদক (চট্টগ্রাম) এবিসিনিউজবিডি (২৩ এপ্রিল ২০২০) : নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজার এলাকায় এক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে চাঁদা দাবি করে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। জীবনের নিরাপত্তা চেয়ে নগরীর বাকলিয়া থানায় অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। চাঁদার দাবিতে গত রবিবার রাতে দেওয়ানবাজারের শান্তিরগর এলাকায় ওই ব্যবসায়ীর পথ আটকে ওই সন্ত্রাসীরা মারধর করে। এ সময় চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। পরে আক্রান্ত ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

হামলার শিকার আমজাদ হোছাইন রোহান বলেন, ছয় বছর ধরে আমি পরিবারসহ শান্তিনগর এলাকায় থাকি। ২০১৯ সালের সেপ্টেম্বরে বিটিআরটিসির অনুমোদন নিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ব্যবসা করছি। বিভিন্ন সময় সন্ত্রাসীরা নানা অঙ্কের কমিশন দাবি করেছে। তাতে সাড়া না দিয়ে কষ্ট করে ব্যবসা চালিয়ে নিচ্ছিলাম। তিনি বলেন, রাতে ওষুধের দোকানে যাওয়ার পথে স্থানীয় যুবলীগ নামধারী সন্ত্রাসী আমজাদ সাত-আটজন লোক নিয়ে আমার পথরোধ করে। এ সময় চাঁদার জন্য মারধর করে ও অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করেছি।
উল্লেখ্য, স্থানীয় সন্ত্রাসী আমজাদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ আছে। নগরীর বাকলিয়া ও পটিয়া থানায় তার বিরুদ্ধে একাধিক মামলাও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ