মানুষকে ঘরে রাখতে রাস্তায় এবার ‘ভূতের’ টহল!

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ইন্দোনেশিয়া (১৫ এপ্রিল ২০২০) : মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ভয় দেখিয়ে ঘরে রাখতে এবার রাস্তায় একদল ‘ভূতকে’ টহল দিতে দেখা গেছে।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কেপু গ্রামে ইদানিং দেখা গেছে এসব ভূতের উৎপাত। রাতে রহস্যময় এই সাদা ভূতেরা লাফিয়ে এসে পথচারীদের চমকে দিয়ে চাঁদের আলোয় ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আসলে মানুষকেই সাদা কাপড়ে মুড়ে ভূত সাজিয়ে রাস্তায় বের করা হয়েছে। বহু বছরের পুরোনো কুসংস্কার গ্রামবাসীদের ঘরে রাখবে এমন বিশ্বাস থেকেই এ উদ্যোগ।

গ্রামের একটি যুবদলের প্রধান আনজার পানকানিংত্যাস বলেন, “সামাজিক দূরত্ব বজায় রাখতে আমরা ভিন্ন কিছু একটা করতে চেয়ে এমন পথ বেছে নিয়েছি; ভয়ের পরিবেশ তৈরি করতে চেয়েছি। কারণ, ‘পোকং’ ভূতুড়ে এবং ভয়ংকর।”

ইন্দোনেশিয়ার প্রচলিত লোককাহিনি অনুযায়ী, সাদা কাপড়ে মোড়ানো ভূতকে ‘পোকং’ বলা হয়। এর মুখাবয়বও পাউডারের মতো সাদা, কোটরে ঢুকানো ঘোলাটে চোখ।

মরে গেলে মানুষের আত্মা এরকম ভূতের বেশ ধরে আসে এবং বিশেষ করে পূর্ণিমার রাতে ঘুরে বেড়ায় বলেই সেখানকার লোকজনের বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ