ক্ষুধার্ত মানুষের পাশে উকিল পরিবার

ঢাকা জেলা নবাবগঞ্জ  উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে  মগবাজার, ঢাকার উকিল পরিবারের  উদ্দ্যোগে  এলাকার ৪০০ অসচ্ছল পরিবারের মাঝে  চাল, ডাল, আটা, লবন, পিয়াজ, তেল ও আলু বিতরণ করা হয়েছে ।
এ ছাড়া রাজধানীর মগবাজার এলাকায়ও উকিল পরিবারের পক্ষে থেকে ১০০ পরিবারকে নগদ অর্থ ও ১০ দিনের খাদ্য সামগ্রী দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন শোল্লা  ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান  তুহিন,  শোল্লা ইউনিয়ন এর আওয়ামী লীগ এর সাবেক সভাপতি এম এ হামিদ লাবু,  উকিল পরিবারের বড় মেয়ে ও সমাজসেবক  হামিদা পারভিন সহ আরও অনেকে।
এবিষয়ে উকিল পরিবার এর অন্যতম সদস্য ওয়াহিদুজ্জামান চঞ্চল  জানান, এলাকার অসহায় মানুষদের কিছুটা সহায়তা করতে পেরেছি বলে  আমি আনন্দিত । এছাড়াও সমাজের বিত্তবান ব্যাক্তিদের এগিয়ে আসার জন্য আহব্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ