জন্মদিনেই ডেঙ্গু আক্রান্ত, একদিনের মাথায় না ফেরার দেশে

সাইফুর রহমান, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ আগস্ট) : জন্মদিনেই ডেঙ্গু আক্রান্ত, একদিনের মাথায় না ফেরার দেশে চলে গেলেন রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র রাইয়ান সরকার।

শুক্রবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাইয়ানের এক আত্মীয় বিষয়টি নিশ্চিত করেন।
ওই আত্মীয় বলেন, ‘৩১ জুলাই ছিল রাইয়ানের ১১তম জন্মদিন। ওইদিনই জ্বর আসলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রক্ত দেয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়।

এরপর অবনতি হলে গতকাল দুপুর দেড়টার দিকে সে মারা যায়।’ রাইয়ানরা এক ভাই ও এক বোন ছিলেন বলেও জানান তিনি।

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ