রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত শিশুদের অধিকাংশই মিরপুরের

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২০ সেপ্টেম্বর ২০১৮) : ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের অধিকাংশই মিরপুরের। এই হাসপাতালে ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের একটি শিশু মিরপুর এলাকার।

এ বছরের ৪ জুলাই থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুদের তথ্য বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা ৬৫ শতাংশ শিশু মিরপুরের। এ সময় হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২৫১টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, রাজধানীতে চলতি বছরের প্রথম আট মাসে প্রায় তিন হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১১ জন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে, পাশাপাশি ডেঙ্গুর ভয়াবহতাও আগের তুলনায় বেড়েছে।

১৯ সেপ্টেম্বর শেরেবাংলা নগরের এ হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নওরীন খানকে (৭) দুপুরের খাবার খাওয়ানোর চেষ্টা করছেন তার মা। কিন্তু মেয়েটি কিছুতেই মুখে খাবার তুলছে না। শরীর দুর্বল, দ্রুত ওজন হারাচ্ছে নওরীন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাত দিন ধরে এই হাসপাতালে চিকিৎসা চলছে শিশুটির। নওরীনের পরিবার মিরপুরের পূর্ব শেওড়াপাড়ায় থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ