ঝালকাঠিতে মেধাবী ছাত্রদের দেওয়া হলো সাইকেল

ঝালকাঠি প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৮ আগষ্ট ২০১৮) : ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে ওই কলেজের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সাইকেল দেওয়া হয়েছে।

৭ আগস্ট দুপুরে কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ৩০জন শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দেয়া হয়। সাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। কয়েজজন দানশীল ব্যক্তি এবং কলেজের যৌথ আর্থায়নে সাইকেলগুলো বিতরণ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।

রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ও বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, বরিশালের ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মো. আমীর হোসাইনসহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ