আসিফ আকবরের ‘গারদীয় শুভেচ্ছা’

জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : ‘বাংলাদেশের সবাইকে সালাম এবং গারদীয় শুভেচ্ছা।’ কারাগার থেকে ছাড়া পাওয়ার পর ফেসবুকে নিজের পেজে লিখেছেন আসিফ আকবর। ১১ জুন ২০১৮ (সোমবার) বিকেলে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। সন্ধ্যায় মগবাজারে নিজের বাসায় ফিরে তিনি এই স্ট্যাটাস দেন।

সোমবার সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী ১০ হাজার টাকা মুচলেকায় আসিফের জামিন মঞ্জুর করেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে আরেক সংগীতশিল্পী শফিক তুহিনের দায়ের করা মামলায় গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আসিফ আরও লিখেছেন, ‘যাঁরা আমাকে নিয়ে সত্য-মিথ্যা প্রশ্ন তুলেছেন, তাদের জন্য সঠিক উত্তর নিয়ে হাজির হব শিগগিরই। আইনশৃঙ্খলা বাহিনী, কারা কর্তৃপক্ষ, কারাবন্দী ভাইদের জন্য অনেক ভালোবাসা, কারণ, বাংলাদেশের একজন শিল্পী হিসেবে তাঁরা আমার ব্যাপক যতœ নিয়েছেন।’

ভক্তদের উদ্দেশে আসিফ বলেন, ‘আমার ফ্যানদের অনুরোধ করছি, সবাই শান্ত থাকুন, যেকোনো রকম উত্তেজনা পরিহার করুন, আমি ভালো আছি। সবার কাছে দোয়া চাই। আমি আপনাদের ভালোবাসার কৃতজ্ঞতাপাশে আবদ্ধ, ভালোবাসা অবিরাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ