কিমের হুমকি, বৈঠক নিয়ে তবুও আশাবাদী ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা : উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক বাতিলের হুমকি দেওয়ার পরও বৈঠকটি হবে বলে আশা প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট বৈঠকের জন্য প্রস্তুত আছেন বলে ১৭ মে গণমাধ্যমকে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র।

এর মাত্র কয়েক ঘণ্টা আগেই উত্তর কোরিয়া ক্ষুব্ধ এক বিবৃতিতে বলেছিল, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ত্যাগ করার জন্য চাপ দিলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তারা বৈঠক নাও করতে পারে।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে কিমের বহুপ্রতীক্ষিত এ বৈঠক হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, ‘বৈঠকটি হলে প্রেসিডেন্ট ট্রাম্প এর জন্য প্রস্তুত আছেন। আর না হলে আমরা যত বেশি সম্ভব চাপ প্রয়োগ করে যাব, যেমনটি চলে আসছে।’

বৈঠকটি হবে কিনা জিজ্ঞেস করা হলে ট্রাম্প পরে বলেন, ‘আমাদেরকে দেখতে হবে।’ তবে যুক্তরাষ্ট্র এখনো পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য জোর খাটাবে বলে ফের উল্লেখ করেন তিনি।

আ.ডে. :১৭ মে ২০১৮ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ