২০১৯ সালে শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে

প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, ২০১৯ সালের এক দিন আগেও জাতীয় নির্বাচন হবে না। তিনি বলেন, ‘নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। সে নির্বাচনে খালেদা জিয়াকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
৫ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় মৌলভীবাজার মিনিবাস স্ট্যান্ডে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘২০১৪ সালে খালেদা জিয়া নির্বাচন ঠেকানোর জন্য জ্বালাও পোড়াও করেছিলেন। তিনি ব্যর্থ হয়েছেন। তিনি যদি এখনও গণতন্ত্রের পথে না আসেন, তাহলে আবারও বাংলার রাজনীতি থেকে ছিটকে পড়বেন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বিদ্যুৎ সমস্যার সমাধান, জঙ্গিবাদ দমন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করে উন্নয়নের অবকাঠামো গড়ে তুলছেন। আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনা বিজয়ী হবেন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ