চিরনিদ্রায় সৈয়দ হক

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : ফুসফুসের ক‌্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত‌্যুবরণ করেছেন বাংলা সাহিত‌্যের সব ক্ষেত্রে সদর্প বিচরণকারী লেখক সৈয়দ শামসুল হক।

কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার সবার শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হবেন এই সব্যসাচী লেখক; চির নিদ্রায় শায়িত হবেন নিজের জেলা কুড়িগ্রামে, যে মাটিতে ৮১ বছর আগে জন্মেছিলেন তিনি।

কবি ও চিকিৎসক ড. আশরাফ জুয়েল জানান, হাসপাতাল থেকে সৈয়দ হকের মরদেহ তার গুলশানের বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে লাশের গোসল শেষে জানাজা হবে। রাতে কফিন রাখা হবে হাসপাতালের হিমঘরে।

শ্রদ্ধা নিবেদনের জন‌্য বুধবার সকাল ১০টায় কবির কফিন নিয়ে যাওয়া হবে বাংলা একোডেমি প্রাঙ্গণে। বাংলা একাডেমি থেকে বেলা ১১টায় সৈয়দ হকের কফিন নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ শেষবারের মত বিদায় জানাবে সব‌্যসাচী এই লেখককে। ১৯৬৬ সালে মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। আর ১৯৮৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করেছিল সরকার।

বুধবার জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ‌্যালয় কেন্দ্রীয় মসজিদে আরেক দফা জানাজা শেষে সৈয়দ শামসুল হকের মরদেহ নিয়ে যাওয়া হবে কুড়িগ্রামে। ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর এই কুড়িগ্রাম শহরের থানা পাড়ায় তার জন্ম। শেষ ইচ্ছা অনুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে তার কবর হবে।

গতবছর নভেম্বরে কলেজ চত্বরে আয়োজিত এক গুণীজন সংবর্ধনা ও সাহিত্যকথন অনুষ্ঠানে সৈয়দ শামসুল হক তার এই শেষ ইচ্ছার কথা জানান। কলেজ কর্তৃপক্ষ সে সময়ই সরকারের অনুমোদন নিয়ে লেখকের ইচ্ছার প্রতি সম্মান জানানোর সিদ্ধান্ত নেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ