যুক্তরাষ্ট্র থেকে জরুরি ফাইলে অনুমোদন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে নয়টি জরুরি ফাইল অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছেন।

২৫ সেপ্টেম্বর (রোববার) সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ফোনে জানান, ‘প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রয়োজনীয় সব ফাইল তার কাছে পাঠাতে তার দপ্তরকেও নির্দেশ দিয়েছেন।’

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটাল পদক্ষেপের অংশ হিসেবে ফাইলগুলো প্রধানমন্ত্রীর কাছে ই-মেইল করা হয়।

প্রধানমন্ত্রী আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন। এদিন বাংলাদেশ আওয়ামী লীগ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের সাফল্য তুলে ধরা এবং কানাডার সঙ্গে ‘ফলপ্রসূ’ দ্বিপক্ষীয় আলোচনার জন্য প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে।

সূত্রঃ বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ