খালেদার সঙ্গে ঐক্য নয়

মাগুরা প্রতিনিধি, এবিসিনিউজবিডি,

ঢাকা : খালেদা জিয়া নির্বাচনে না গিয়ে দেশে জঙ্গিবাদ উসকে দিয়েছেন তাই খালেদা জিয়ার সঙ্গে কোনো ঐক্য হবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ঐক্য হবে কৃষক-শ্রমিক ও সাধারণ জনতার সঙ্গে।

৩০ জুলাই (শনিবার) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আর এসকেএইচ ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ১৪ দলের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।

সমাবেশে নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন জঙ্গিদের দিয়ে উনি ঠেকাতে চান। তারেক রহমান লন্ডন থেকে ষড়যন্ত্র করছেন, আর খালেদা দেশে বসে জঙ্গি পরিচালনা করছেন। কিছুদিন আগে যারা পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তারাই এখন জঙ্গিবাদের সঙ্গে যুক্ত।

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনে এখন কঠিন সময়। ঘরে ঘরে জঙ্গিবিরোধী কমিটি করতে হবে। পাড়া-মহল্লায় অপরিচিত কাউকে সন্দেহ হলে তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে।

মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে জাহাঙ্গীর কবির নানক এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি, ফজলে হোসেন বাদশা এমপি, কামরুল লায়লা জলি এমপি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-২ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, জাপার শেখ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ