শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
১৩ জুন ( সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার এই পরীক্ষায় স্কুল পর্যায়ের ৯১ হাজার ৫৬৪ জন এবং কলেজ পর্যায়ের ৫৫ হাজার ৬৯৮ জন পাস করেছেন।
এতে বলা হয়, ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের প্রিলিমিনারিতে অংশ নিতে ৩ লাখ ৭৪ হাজার ২৪৭ জন আবেদন করলেও ৩ লাখ ২৫ হাজার ৭২৮ জন অংশ নিয়েছিলেন।
কলেজ পর্যায়ে ২ লাখ ২৭ হাজার ৭৮৬ জন আবেদনকারীর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা দেন ২ লাখ ২ হাজার ২৯ জন।
স্কুল ও কলেজ পর্যায়ের প্রিলিমিনারিতে অংশ নেওয়াদের মধ্যে পাঁচ লাখ ২৭ হাজার ৭৫৭ জন প্রার্থী উত্তীর্ণ করেছেন, পাসের হার ২৭ দশমিক ৯০ শতাংশ। প্রিলিমিনারির ফল ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে।
স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলিমিনারিতে উত্তীর্ণদের যথাক্রমে আগামী ১২ ও ১৩ অগাস্ট লিখিত পরীক্ষায় বসতে হবে। এরপর মৌখিক পরীক্ষা নিয়ে শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ