আমি নত মস্তকে ক্ষমা চাচ্ছি : লতিফ সিদ্দিকী

বিশেষ Latif Siddekeপ্রতিবেদক, এবিসিনিউজবিডি,
চট্রগ্রাম (১ সেপ্টেম্বর) : আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী জাতির কাছে ‘নত মস্তকে’ ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে তিনি সংসদ থেকে পদত্যাগ করেছেন।

১ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী তাঁর সাংসদ পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। পরে তিনি পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন।

লতিফ সিদ্দিকী বলেন, ‘আজ আমার সমাপ্তির দিন। কারও বিরুদ্ধে বিদ্বেষ, অভিযোগ আনছি না। দেশবাসী আমার কোনো আচরণে দুঃখ পেয়ে থাকলে দেশবাসীর কাছে নতমস্তকে ক্ষমা চাচ্ছি।’

লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি ধর্মবিরোধী নই, আমি ধর্ম অনুরাগী। আমি অমানুষ নই, প্রথমত আমি মানুষ। মানুষ ও মনুষ্যত্বের অনুশীলন করি।’ তিনি নিজেকে একজন ‘সাচ্চা মুসলমান’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তিনি পবিত্র হজ পালন করেছেন এবং ধর্মীয় জীবন একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়।

লতিফ সিদ্দিকী বলেন, ‘বিদায় বেলায় বলতে চাই, আমি মানুষের জন্য রাজনীতি করেছি। মানুষকে ভালোবেসেছি। মানুষের ভালোবাসাই আমার জীবনের শ্রেষ্ঠ মূলধন।’ লতিফ সিদ্দিকী বক্তব্যের শেষ পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ