বরিশালের পুলিশ কমিশনার প্রত্যাহার

policeপ্রতিনিধি, বরিশাল ব্যুরো, এবিসিনিউজবিডি,
বরিশাল (৩১ আগষ্ট) : ঘুষের টাকার তহবিল সংগ্রহের অভিযোগে বরিশাল মহানগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী এবং উপকমিশনার (সদর) শোয়েব আহমেদকে বরিশাল থেকে প্রত্যাহার করা হয়েছে। এরপর শৈবাল কান্তিকে ঢাকা পুলিশ সদর দপ্তরে প্রশিক্ষণ বিভাগে এবং শোয়েব আহমেদকে নারায়ণগঞ্জে বদলি করা হয়েছে।

৩১ আগষ্ট (সোমবার) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মহানগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এবিসিনিউজবিডিকে বলেন, পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে আদেশ হওয়ায় নিম্ন পদে থাকা কারও পক্ষে বক্তব্য দেওয়া সঠিক হবে না। তবে তিনি আজ ফ্যাক্স বার্তার মাধ্যমে ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার ও সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ