যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Jossor Science and Technologyরিপোর্টার, এবিসি নিউজ বিডি, যশোরঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাইমুল ইসলাম রিয়াদের হত্যার ঘটনায় ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম হাসানকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। ঘটনার তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল জানান, বিকালে উপাচার্য প্রফেসর ড.আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও  ফিশারিজ বিভাগের ছাত্র সুব্রত কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ছাত্র শামীম হাসানকে সাময়িক বহিস্কার করা হয়েছে। ঘটনার তদন্তে মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড.ইকবাল কবির জাহিদকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, সোমবার দুপুর দেড়টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এ ছাত্রলীগের হামলায় শিক্ষার্থী রিয়াদ নিহত হয়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটর সাইকেলে ৯জন বহিরাগত ক্যাম্পাসে ঢুকে পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের নাঈমুল ইসলাম রিয়াদ নামে শিক্ষার্থীর ওপর এ হামলা চালায়। তার পেটে ও গলা ছুরিকাঘাত করে ক্যাডাররা। পরে তাকে গুলি করে সন্ত্রাসীরা ক্যাম্পাস ত্যাগ করলে সহপাঠীরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  এ সময় নিহত রিয়াদের বন্ধু বেলাল হোসেন জুয়েলও আহত হয়। জানা যায়, রোববার বিকালে ছাত্রলীগের ইফতার মাহফিলের পর ক্যাম্পাস ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হাসানের ভাগ্নে পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র তানভীরের সঙ্গে রিয়াদের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সোমবার এ হত্যাকান্ড হয়েছে বলে রিয়াদের সহপাঠীরা দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ