দুই গার্মেন্টস কর্মকর্তাকে অজ্ঞান করে টাকা লুট

mirpur মিরপুররিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর মিরপুর মাজার রোডে বাসের মধ্যে দুই গার্মেন্টস কর্মকতাকে অজ্ঞান করে লাখ টাকা লুটে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। তারা হলেন- কম্পিউটার অপারেটর মো. মাসুম (৩৪) এবং একাউন্ট অফিসার সুভাষ চন্দ্র দাস (৬৫)। মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টার মধ্যে যাত্রীবাহী বাসের মধ্যে এঘটনা ঘটে। মিরপুর মাজার রোডের আহম্মদ ফ্যাশন লিমিটেডের কর্মকর্তা। প্রতিষ্ঠানের অপর একাউন্ট অফিসার এনাম আহম্মেদ এবিসি নিউজ বিডিকে জানান, সকাল ১১টার দিকে মিরপুরের ডাচ বাংলা ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে তারা অফিসে আসছিলেন। এসময় বাসের মধ্যে তাদেরকে অজ্ঞান করে সঙ্গে থাকা এক লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদেরকে উদ্ধার করে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ