পিচ্চি হান্নানের শ্যালক বাবুর সাজায় আনন্দ মিছিল

Arrest আটকরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের শ্যালক এবং ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম নাজিম উদ্দিন বাবুকে ইয়াবাসহ গ্রেফতারের পর দুই বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাবুর দুই বছর সাজা হওয়ায় কাঁঠালবাগান এলাকায় জনতা একটি আনন্দ মিছিল বের করে। কলাবাগান থানা পুলিশ জানায়, সোমবার মধ্য রাতে গ্রীণ রোডের ঢাকা টাওয়ারের ফ্ল্যাট থেকে বাবুকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল ও ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার ভোরে তাকে রমনা থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়। কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইকবাল জানান, নাজিউদ্দিন বাবুকে ইয়াবা বহনের অভিযোগে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত তাকে দুই বছরের সাজা দেয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এসএম শিবলী নোমান জানান, বাবুর বিরুদ্ধে রমনা ও কলাবাগান থানায় অস্ত্র মামলা রয়েছে। গত বছর ১৫ ডিসেম্বর র্যা ব কাঁঠালবাগানের ১০৫/২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ৬টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগজিন ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার করে। ওই ঘটনায় কলাবাগান থানায় দায়ের করা মামলায় বাবুর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার কাঁঠালবাগানে ১ লাখ টাকা চাঁদার দাবিতে বাবুর নেতৃত্বে হারুন, নিরব, মান্নান, পলাশ, মাইদুলসহ ১২-১৩ জন সন্ত্রাসী একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী বিপ্লবকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। ওই ঘটনায়ও কলাবাগান থানায় বাবুর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। উল্লেখ্য, নাজিমউদ্দিন বাবু রাজধানীর কারওয়ান বাজার, পান্থপথ, রাসেল স্কয়ার, হাতিরপুল, পরীবাগ, কলাবাগান, গ্রীণ রোড ও নিউ এলিফেন্ট রোড এলাকার ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এসব কার্যক্রমের কারণে গত বছর ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। ২০০৪ সালে র্যা বের ক্রস ফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি হান্নানের শ্যালক নাজিমউদ্দিন বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ