কমলাপুরে ট্রেনের ধাক্কায় বাস চুরমার

Komlapur Bolaka কমলাপুরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর কমলাপুর টিটিপাড়ায় ট্রেনের ধাক্কায় বলাকা পরিবহনের যাত্রীবাহী বাসের ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাস ও ট্রেনের অন্তত ১৫ যাত্রী। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে যাত্রীবাহী বাসটি রেললাইন পারপার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২ জন ঘটনাস্থলে ও ১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন (২০) রাত পৌনে ৪টায় মারা যান।
নিহতদের মধ্যে তিনজনের জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে রয়েছেন, দৈনিক জনকণ্ঠের সহ-সম্পাদক ওবায়দুর রহমানের স্ত্রী নাজমুস সাবা নাজু নাজু (৩০), চাঁদপুরের ফরিদগঞ্জের কেবরারচর গ্রামের সোহাগ (৩০) ও জামালপুরের আল আমিন (২৫)।
জিআরপি কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, রাত সোয়া ১০ টার দিকে নারায়নগঞ্জ থেকে একটি কমিউটার ট্রেন কমলাপুরে আসছিলো। টিটিপাড়া আসার সময় রেলওয়ের দুই গেটম্যান ব্যারিকেড নামিয়ে দেয়। কিন্তু বলাকা পরিবহনের একটি বাস ব্যারিকেড না মেনে রং সাইড দিয়ে রেলক্রসিং পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ