সেন্টমার্টিনে ২ শিক্ষার্থী নিহত

Cox bazar map কক্সবাজার ম্যাপসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, কক্সবাজারঃ কক্সবাজারের সেন্টমার্টিনে সমুদ্রে উদ্ধার হওয়া পাঁচ জনের মধ্যে দুজন মারা গেছেন।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন মনতিজুল ইসলাম ইভান ও সাদ্দাম হোসেন। কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ফয়সাল, ফারহান ও আসিফকে।

নিখোঁজ চারজন হলেন সাব্বির হাসান, শাহারিয়ার রহমান, উদয় মাহমুদ ও গোলাম রহিম বাপ্পী।

এরা সবাই তেজগাঁওয়ের আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্র।

উদ্ধার হওয়া বাকি তিন জনকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ডের সেন্টমার্টিন দ্বীপের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শহীদ আল আহসান জানান, সেন্টমার্টিন দ্বীপে ঘুরতে গিয়ে তারা সমুদ্রে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন ও কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশেষ স্পিডবোটে করে টেকনাফ হাসপাতালে পাঠানো হয়।

ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ৩৪ জনের একটি দল সেন্টমার্টিন দ্বীপে ঘুরতে আসেন। নিখোঁজ চার জনের নাম এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ