বিকিনিতে একজন খুশি অন্যজন বেজার

Sonam Nargis সোনাম নার্গিসবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সোনাম কাপুর, নার্গিস ফাকরি। এ বছর গরম মাসে বলিউডের দুই বিকিনি কন্যা। দুজনেই তাদের সিনেমায় বিকিনি পরে শিরোনামে এসেছেন। সেই বিকিনি এখন তাদের দুপ্রান্তে দাঁড় করিয়েছে। বিকিনি বার্তায় খুব অভিমান হয়েছে অনিল কাপুর কন্যার। আর বিকিনি পরে দারুণ খুশি বলে জানিয়েছেন নার্গিস।
অনিল কাপুর কন্যা সোনাম বিকিনি পরেছেন `বেওয়াকুফিয়া` সিনেমায়। আর নার্গিস পরেছেন ম্যায় তেরা হিরো সিনেমায়।
কিন্তু সোনামের বিকিনির পরার খবর নিয়ে এক মিডিয়া রিপোর্টে খুব চটে গিয়েছেন সোনাম। ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে সততার মূল্য দিতে জানে না বলে আক্ষেপ প্রকাশ করেন স্টাইলিস কাপুর কন্যা। আসলে `বেওয়াফুকিয়া` (`Bewakoofiyan`) সিনেমা সোনমের বিকিনি পরা নিয়ে কদিন ধরেই জোর আলোচনা চলছে। এক সংবাদপত্রে রিপোর্টে লেখা হয়, সোনমের বাবা অনিল কাপুর বলেন, বেওয়াকুফিয়া ভাল চলছে কারণ ছবিতে তার মেয়ে বিকিনি পরেছেন। এমন রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা দাবি করে সোনম বলেছেন, ফিল্ম ইন্ড্রাস্টিতে সততার মূল্য নেই‍।

এদিকে, `ম্যায় তেরা হিরো` সিনেমায় নার্গিস ফাকরির বিকিনি নিয়ে জোর আলোচনা। নার্গিসের এই বিকিনির ডিজাইনার কে তা নিয়ে রীতিমত জল্পনা চলছিল। নার্গিস সেই জল্পনায় জল ঢেলে বললেন, এই বিকিনিটা তার নিজের। সিনেমা যে বিকিনিটা তিনি পরেছেন, নিজে নাকি এক শপিং মল থেকে এই বিকিনি কেনেন। ছবির প্রচারে বেরিয়ে মাদ্রাস কাফে খ্যাত এই নায়িকা নিজেই একথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ