সানি লিওন এবার আসল জয়গায় ফিরতে চান!

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইন্দো-কানাডিয়ান পর্নোতারকা সানি লিওন অবশেষে আসল জয়গায় ফিরতে চান! অর্থাৎ এবার তিনি একজন নারীর আসল পরিচয় ‘মা হওয়া’র আগ্রহ প্রকাশ করেছেন। তবে বর্তমানে তিনি বলিউডে তার ক্যারিয়ার প্রতিই বেশি নজর দিচ্ছেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, আমি মা হতে চাই। তবে কবে, তা আমি জানি না। আমি বর্তমানে আমার জীবনের সবচাইতে সুন্দর এবং গুরুত্বপূর্ণ সময় পার করছি। আমার যদি একটি সন্তান হয়, তাহলে তা হবে সত্যিই অসাধারণ। এটি কবে হবে তা আমি জানি না। বেশিরভাগ অভিনেত্রীরা বিয়ের আগেই অভিনয় জগতে পা রাখেন। কিন্তু তার ক্ষেত্রে ঘটেছে তার উল্টো।

এ বিষয়ে সানি লিওন বলেন, আমি একজন অভিনেত্রী। আমি বিবাহিত বা আমার সন্তান আছে কি না, এটি এখানে মূল বিষয় নয়। তবে আমার স্বামী এবং আমার পরিবার আমাকে সবসময়ই অনেক বেশি সহযোগিতা করে থাকে। এদিক থেকে আমি খুবই ভাগ্যবান।

৩২ বছর বয়সী অভিনেত্রী লিওনি সেলিব্রিটি টিভি রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ফাইভের মধ্যদিয়ে ভারতীয় টিভি এবং চলচ্চিত্র অঙ্গনে আসেন। ওই শোটির সময়ই তিনি তার প্রথম বলিউডি সিনেমা ‘জিসম টু’-এর প্রস্তাব পান। ‘জিসম টু’র মধ্যদিয়ে বলিউডে পা রাখার পর আলোচিত ওই অভিনেত্রী জ্যাকপট ও রাগিনি এমএমএস টুতে কাজ করেন। বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন তার পরবর্তী বলিউডি সিনেমা ‘টিনা এন্ড লোলো’র শুটিংয়ে। বলিউডে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইলেও পর্নোতারকা খ্যাতির জন্য বেশ সমালোচিতও হতে হয়েছে তাকে। লিওনি অভিনীত হরর বলিউডি সিনেমা রাগিনি এমএমএস টু মুক্তি পাবে ২১ মার্চ।

প্রসঙ্গত ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন লিওনি। তিনি জানান সন্তান হওয়ার পরও নারীরা তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকছে। আর তাই ব্যস্ততার মধ্যে হলেও তিনি মা হতে চান। তিনি বলেন, আমি বিবাহিত আর তাই আমি মা-ও হতে চাই। এখনকার যুগে সব নারীই সন্তান হওয়ার পরও নিজেদের কাজে মন দেন। এটি অবশ্য যার যার ব্যাপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ