জিএসপি সুবিধা পেতে বাংলাদেশকেই ভূমিকা রাখতে হবে

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশে বিশ্বমানের শ্রম পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, জিএসপি সুবিধা পেতে বাংলাদেশকেই সক্রিয় ভুমিকা রাখতে হবে।

মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোল টেবিল মিলনায়তনে পোশাক শিল্পের ওপর নির্মিত তথ্যচিত্রের প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।

তিনি বলেন, নেভার নেভার নেভার, আমরা আর কখনো রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টের মতো ঘটনার পূনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশে বিশ্বমানের শ্রম পরিবেশ গড়ে তোলা সম্ভব। এটা করতেই হবে।

অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বিশিষ্ট সাংবাদিক এবং তথ্য চিত্রের নির্মাতা মোহাম্মদ মোফাজ্জল ও এপির সাবেক ব্যুরো প্রধান ফরিদ হোসেন উপস্থিত ছিলেন।

মজীনা বলেন, জিএসপি সুবিধা পেতে বাংলাদেশকেই কার্যকরী উদ্যোগ নিতে হবে। আমি জেনেছি ইতোমধ্যে বেশকিছু শর্ত পূরণ করা হয়েছে। বাকি শর্ত পূরণ করতেও পদক্ষেপ নিতে হবে।

শ্রম আইন সংশোধনের কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে শ্রম আইন আন্তর্জাতিক মানের করতে হবে। একই সঙ্গে ইপিজেডে শ্রম আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শুধু ট্রেড ইউনিয়ন করলেই হবে না, কার্যকরী ট্রেড ইউনিয়ন করতে হবে।

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, পোশাক শিল্পে মালিক-শ্রমিক সুসম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে এই শিল্পের সমস্যা সমাধান সম্ভব।

তিনি বলেন, ৮০’র দশকে অপরিকল্পিতভাবে গার্মেন্ট কারখানা গড়ে উঠেছিল। এখন যা প্রতিষ্ঠিত হচ্ছে, তা নিয়ম মেনেই হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ