সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গণতান্ত্রিক ধারাকে সুসংহত করার জন্য যেকোনো হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে সর্বদা সজাগ ও প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে ঢাকা ক্যান্টনমেন্টের অফিসার্স মেসে (নতুন) জেনারেলদের এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন সুষ্ঠু ও সফল করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। নির্বাচনের সময় অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সরব উপস্থিতি জনমনে স্বস্তি এনে দিয়েছিল।

তিনি সেনাবাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, সরকার প্রধান হিসেবে আমি গত দুই মেয়াদে সেনাবাহিনীকে সাধ্যমতো আধুনিকায়নের চেষ্টা করেছি। যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা মাথা উচু করে আমাদের কর্তব্য পালন করতে পারি। আমাদের সরকারের তৃতীয় মেয়াদেও এই চেষ্টা অব্যহত থাকবে।

সামরিক বাহিনীর শক্তি প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী ফোর্সেস গোল বাস্তবায়নে যথেষ্ঠ অগ্রগতি লাভ করেছে। ফোর্সেস গোল ২০৩০ এর আলোকে এরইমধ্যে আমরা আমাদের সেনাবাহিনীর বিভিন্ন সাংগঠনিক কাঠামোতে আধুনিক অস্ত্র, গোলাবারুদ অন্তর্ভুক্ত করেছি। যা সামগ্রিকভাবেভাবে আমাদের সামরিক শক্তি আরও বৃদ্ধি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ