বিএনপির কার্যালয়ে আ’লীগের লুট, অগ্নিসংযোগ

bnp moymonsingho mymensingh বিএনপি ময়মনসিংহরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ময়মনসিংহঃ  জেলার গৌরীপুরে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে আ’লীগের নেতা কর্মীরা। পরে তারা আসবাবপত্রে অগ্নিসংযোগ করে।

বিএনপির দলীয় সূত্র জানায়, সোমবার দুপুর সোয়া ১টার দিকে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে শহরের কালিখলাস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার ছবি সম্বলিত প্যানাপ্ল্যাক্স ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। পরে পাটবাজারস্থ পৌর বিএনপির কার্যালয়েও হামলা চালায় তারা। এসময় হামলাকারীরা দুই কার্যালয় থেকে দু’টি টেলিভিশন লুট করে নিয়ে যায়।  পরে হামলাকারীরা শসস্ত্র অবস্থায় জয়বাংলা শ্লোগানে শহরে বিক্ষোভ করে। এসময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেন, ‘আ’লীগের নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয়ে এ হামলা ও লুটপাট চালানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ