সংসদ নির্বাচন উপলক্ষে শ্রীপুরে যুব দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২৭ জানুয়ারি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠন যুব দলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলার ৫ নম্বর দাড়িয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ বাজারে মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা যুব দলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদের দিকনির্দেশনায় কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক। এ সময় দাড়িয়াপুর ইউনিয়ন যুব দলের নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন।

গণসংযোগকালে যুব দলের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি মা-বোনদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি যারা এখনো ভোটার হননি, তাদের কাছেও দোয়া কামনা করেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের জন্য।

এ সময় শ্রীপুর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ