নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসির ওপর কূটনীতিকদের আস্থা রয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৫ জানুয়ারি) : বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা একটি নিরপেক্ষ, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) ওপর আস্থাশীল বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, ব্রিফিংয়ে উপস্থিত সব কূটনীতিক ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা কমিশনের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নেওয়া প্রস্তুতি, প্রতিটি ধাপে গৃহীত কার্যক্রম বিস্তারিতভাবে তাদের সামনে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা প্রত্যেকটি পর্যায়ে আমাদের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে ব্রিফ করেছি। তারা এতে সন্তুষ্ট। তারা অত্যন্ত খুশি এবং আস্থাশীল যে আমরা ইনশাআল্লাহ একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।’

সিইসি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য একটি সর্বোচ্চ স্বচ্ছ ও ক্রেডিবল নির্বাচন আয়োজন করা, যাতে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির সুযোগ না থাকে। বিষয়টি কূটনীতিকদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তারা তা প্রশংসার সঙ্গে গ্রহণ করেছেন।’

কূটনীতিকদের প্রশ্ন প্রসঙ্গে তিনি জানান, তারা মূলত পোস্টাল ভোটিং পদ্ধতি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এ বিষয়ে তাদের জানানো হয়েছে যে, নির্বাচনের সময় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী ও আনসারসহ সব আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ভোটাররা যেন নিরাপদ পরিবেশে কেন্দ্রে এসে ভোট দিয়ে নির্বিঘ্নে ফিরে যেতে পারেন, সে জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘অভিযোগ ব্যবস্থাপনার জন্য মাঠপর্যায়ে যে ব্যবস্থা চালু রয়েছে, কীভাবে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হচ্ছে, সেটিও কূটনীতিকদের কাছে ব্যাখ্যা করা হয়েছে।’

সিইসি আরও বলেন, ‘তারা কোনো ধরনের পরামর্শ দেননি। কারণ তারা আমাদের উদ্দেশ্য ও নিয়ত সম্পর্কে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। আমাদের ফোকাস একটাই দেশবাসীকে একটি সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।’

ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিবসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজও উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ