স্বর্ণার ঝড়ো ব্যাটে শীর্ষে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ জানুয়ারি) : মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নেপালে অনুষ্ঠিত ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়ে টানা দুই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূল পর্বে ওঠার পথে বড় সুবিধা পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

ত্রিভুবন ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের ব্যাটিং। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় তারা।

ইনিংসের শেষ ভাগে ঝড় তোলেন স্বর্ণা আক্তার। মাত্র ১৪ বলে অপরাজিত ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। চারটি ছক্কা হাঁকিয়ে নারী ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়লেন তিনি। ২৬৪ স্ট্রাইকরেটের এই ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এর আগে এক ইনিংসে তিন ছক্কার রেকর্ড ছিল আয়েশা রহমানের দখলে।

স্বর্ণার পাশাপাশি ব্যাট হাতে অবদান রাখেন দিলারা আক্তার (৩৫), শারমিন আক্তার (২৮) এবং সোবহানা মোস্তারি, যিনি ৩৪ রানে অপরাজিত থেকে দলের সংগ্রহ আরও শক্ত করেন।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের সুশৃঙ্খল বোলিংয়ের সামনে শুরু থেকেই চাপে পড়ে পাপুয়া নিউগিনি। ব্রেন্ডা তাও (৩৫) ও সিবোনা জিমি (২৮) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৮ রানেই থেমে যায় তারা। ওপেনার হোলান ডোরিগার ব্যাট থেকে আসে ২১ রান।

বাংলাদেশের বোলিং আক্রমণে ছিল চমৎকার বৈচিত্র্য। সানজিদা মেঘলা, রাবেয়া খান, ঋতুমনি, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার—ছয়জন বোলারই একটি করে উইকেট শিকার করে দলীয় সাফল্যে ভূমিকা রাখেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ