নির্বাচনে মানুষের উপস্থিতিতে ভোটকেন্দ্র মুখরিত থাকবে: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ), এবিসিনিউজবিডি, (২০ জানুয়ারি) : এবার জনগণের অংশগ্রহণে ভোট কেন্দ্র মুখরিত থাকবে। বহুদিন পরে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সবার অংশগ্রহণে নির্বাচন হতে যাচ্ছে। অতীতে আমরা দেখেছি ভোটের দিন স্কুলের মাঠে ছাগল চড়েছে। এবার আর ছাগল চড়বে না, মানুষের উপস্থিতিতে ভোটকেন্দ্র মুখরিত থাকবে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী জাদুঘর প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত গণভোট ২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সভায় ধর্ম উপদেষ্টা আরও বলেন, দেশ স্বাধীনের পর আরও কয়েকবার গণভোট হয়েছে। জুলাই সনদে এবারের গণভোটের বিষয়গুলো পরিষ্কার বলা আছে। এবারের গণভোটে হ্যাঁ জয়ী হলে, কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। রাষ্ট্রপতি ইচ্ছে করলে কারো মৃত্যুদণ্ড-মওকুফ করতে পারবেন না, তাকে মারা যাওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে হবে। বিরোধীদল থেকে সংসদে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটিগুলোর সভাপতি মনোনীত হবেন। গণভোটের বিষয়গুলিতে সব দল একমত হয়েছে। তাই এর পক্ষে যার যার অবস্থান থেকে প্রচারণা চালাতে হবে।
সভায় তিনি আরও বলেন, জুলাই সনদে আল্লাহর ওপর বিশ্বাস ও বিসমিল্লাহ যুক্ত না থাকায় দেশে একটা কথা উঠেছে। সংবিধানে আল্লাহ এবং বিসমিল্লাহ যুক্ত আছে, আপনারা হ্যাঁ ভোট দিলে সংবিধানে আমরা তা যুক্ত করে দেব।
আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ১২ ফেব্রুয়ারির ভোটে দুটি ব্যালট পেপার থাকবে। একটিতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এখানে আমাদের কোনো কথা নেই। সবাই নির্বিঘ্নে, নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। অন্যটি থাকবে গণভোটের। এটি হচ্ছে সবার। এটি প্রধান উপদেষ্টা বা আমার সুবিধার জন্য নয়। দেশের ভবিষ্যতের জন্য।
তিনি বলেন, কেউ চাইলে ‘না’ ভোট দিতে পারবে, এতে কোনো বাধা দেওয়া যাবে না। কিন্তু আমরা হ্যাঁ ভোটের পক্ষে বলব।
আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ‘আমরা আশাবাদী, ভবিষ্যৎ ভালো হবে, আগামী পাঁচ বছর আমাদের সোনালি দিন হবে। আবার আরও খারাপও হতে পারে, তাই প্রস্তুতি রাখতে হবে।’
নির্বাচনে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, কোনো কর্মকর্তা যদি কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালান, আর এর প্রমাণ থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রে পুলিশের বুকে সিসি ক্যামেরা অন থাকবে। কেউ অপরাধ করলে সেটি ধরা পড়বে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ বি এম জাকির হোসেন, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মিয়া, সুনামগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মফিজুর রহমান, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, সমাজকর্মী সুবিমল চক্রবর্তী। মুক্ত আলোচনায় বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শামছ উদ্দিন, সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মো. শাহীনুর পাশা চৌধুরি, স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন প্রমুখ।
মনোয়ারুল হক/
