স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৯ জানুয়ারি) : স্পেনের দক্ষিণাঞ্চলে ট্রেন দুর্ঘটনায় ৩৯ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।

রবিবার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির কোরদোবা প্রদেশের আদমুজ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিবিসির খবরে জানানো হয়েছে, মালাগা থেকে রাজধানী মাদ্রিদের উদ্দেশে ছেড়ে যাওয়া দ্রুতগতির ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের রেললাইনে ছিটকে পড়ে। একই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ–হুয়েলভাগামী আরেকটি ট্রেনও নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়।

স্পেনের পরিবহন মন্ত্রী ওস্কার পুয়েন্টে উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানিয়ে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুটি ট্রেনে মোট প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে বেশিরভাগই মাদ্রিদের মধ্যে ও বাইরে সাপ্তাহিক ছুটির পর ভ্রমণরত স্প্যানিশ নাগরিক। অ্যান্ডালুসিয়ার করদোবা, সেভিলা ও গ্রানাডা সহ ২০০-এর বেশি ট্রেন আজ বাতিল করা হয়েছে।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে দেশের জন্য ‘গভীর বেদনার রাত বলে অভিহিত করেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, স্পেনের উচ্চগতির রেল নেটওয়ার্ক, যা ইউরোপের বৃহত্তম এবং চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, বিদ্যুৎ বিভ্রাট ও রেললাইন থেকে তামার তার চুরির মত ঘটনায় ইতিমধ্যেই সমালোচিত হয়েছে। এই দুর্ঘটনা ২০১৩ সালের পর দেশের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ