শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে ১৩ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (৩০ ডিসেম্বর) : মাগুরা জেলার শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা জেলার পুলিশ সুপার-এর নির্দেশনায় এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে শ্রীপুর থানার এসআই (নিঃ) মোঃ সফিকুল আলম খাঁন সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৩টার দিকে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে শ্রীপুর থানাধীন সাচিলাপুর গ্রামের সেলিম মন্ডলের বাড়ির সামনে ক্যানেল সংলগ্ন কাঁচা রাস্তা থেকে মোঃ লাভলু বিশ্বাস (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির পিতা মৃত ইন্তাজ আলী বিশ্বাস। তিনি দারিয়াপুর গ্রামের বাসিন্দা।
এ সময় তার হেফাজত থেকে সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১৩ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি থানার মামলা নং-২৩(১২)২৫ হিসেবে নথিভুক্ত করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মনোয়ারুল হক/
