সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা-দাফন খালেদা জিয়ার
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (৩০ ডিসেম্বর) : বেগম খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে নিয়ে আসা, নামাজে জানাজা এবং দাফন পর্যন্ত “পূর্ন রাস্ট্র্রীয় মর্যাদায় করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ মঙ্গলবার সচিবালয়ে বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা, দাফন, সাধারণ জনগণের শ্রদ্ধা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে আয়োজিত বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সিএসএফ প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামসুল আলম এ সময় উপস্থিত ছিলেন।
প্রেস সচিব বলেন, বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রাষ্ট্রীয় সম্মানে বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হবে। তিনি বলেন, এই দিন রাজধানী থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায়।
মনোয়ারুল হক/
