এই ক্ষতি জাতি পূরণ করতে পারবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩০ ডিসেম্বর) : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো, এই ক্ষতি জাতি পূরণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই সংবাদ নিয়ে আপনাদের সামনে আসতে হবে, ভাবিনি। আমরা আবারও আশা করছিলাম আগের মতো তিনি সুস্থ হয়ে উঠবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং রুমে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা আমাদের ছেড়ে চলে গেছেন। এই ক্ষতি জাতি পূরণ করতে পারবে না। যে নেত্রী গণতন্ত্রের জন্য সারা জীবন উৎসর্গ করেছিলেন, তিনি নেই, আমরা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো।

এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, রুহুল কবীর রিজভী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, হাবীবুন নবী খান সোহেল, ডা. শাহাবুদ্দিন তালুকদার ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ