বাবার কবরে শ্রদ্ধা জানিয়ে কাঁদলেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ ডিসেম্বর) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করতে গিয়ে আবেগ সামলাতে না পেরে মোনাজাতের সময় অশ্রুসজল হয়ে পড়েন তিনি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছান তারেক রহমান। সেখানে পবিত্র ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে তিনি নীরবে কিছু সময় বাবার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন। এ সময় তার আবেগঘন মুহূর্ত উপস্থিত অনেককেই আবিষ্ট করে তোলে।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর তারেক রহমান বাবার কবর জিয়ারত করেছিলেন। দীর্ঘ ১৯ বছর পর আবার সেই সমাধিস্থলে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
এর আগে, দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতারা। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তা ও প্রটোকলের মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তিনি পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা মঞ্চে যান। পথে পথে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ১৭ বছর পর প্রিয় নেতাকে একনজর দেখার জন্য মানুষের ছিল উপচে পড়া ভিড়।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জিয়া উদ্যান এলাকাতেও বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতারাও।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জনগণ রাজকীয়ভাবেই তারেক রহমানকে গ্রহণ করেছে। তার নেতৃত্বেই বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নতুন করে এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করে বলেন, “তারেক রহমানের দেশে ফেরা রাজনীতি ও নির্বাচনকেন্দ্রিক সব অনিশ্চয়তা দূর করবে।”
বাবার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তারেক রহমানের এই আবেগঘন উপস্থিতি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মনোয়ারুল হক/
