শ্রীপুরে শ্রী শ্রী রাম যজ্ঞে বিএনপির প্রার্থী, ধানের শীষে ভোটের অঙ্গীকার সনাতন সম্প্রদায়ের

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২৬ ডিসেম্বর) : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রাধানগরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত শ্রী শ্রী রাম যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব মনোয়ার হোসেন খান।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম, সুজা আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজান, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, বিগত ১৬–১৭ বছর ধরে সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবার শ্রীপুরসহ মাগুরা-১ আসনের হিন্দু সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে চান।

এ সময় বক্তারা আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষের প্রার্থী, ২০১৮ সালের জনতার এমপি জননেতা মনোয়ার হোসেন খানকে বিজয়ী করার বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে প্রার্থী মনোয়ার হোসেন খান সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ