কিয়ারার স্পষ্ট বার্তা

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ ডিসেম্বর) : সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ ও নাগ অশ্বিনের ‘কাল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়াল থেকে দীপিকা পাড়ুকোন সরে দাঁড়ানোর পর বলিউডে আট ঘণ্টার শিফট নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। এ বিতর্কের মধ্যেই কাজের সময় ও মানসিক সুস্থতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী কিয়ারা আদভানি।

ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, অতিরিক্ত কাজ বা বার্নআউট কোনো শিল্পের পক্ষেই ইতিবাচক নয়। আট ঘণ্টার শিফট প্রসঙ্গে তিনি বলেন, ‘বার্নআউট কারও উপকার করে না। অতিরিক্ত পরিশ্রম করে শেষ পর্যন্ত লাভের লাভ কিছুই হয় না।’ কিয়ারা জানান, তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হলো—মর্যাদা, ভারসাম্য ও সম্মান।

মাতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সন্তান জন্মের পর নিজের শরীরের দিকে তাকিয়ে মনে হয়েছে, একটি মানবসন্তান তৈরি করার অভিজ্ঞতার কোনো তুলনা নেই।’ ভবিষ্যতে শরীরের গঠন যেমনই হোক, তিনি নিজের শরীরকে সম্মান করবেন বলেও জানান।

প্রসঙ্গত, দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত দেওয়ায় ‘স্পিরিট’ থেকে দীপিকাকে বাদ দেওয়ার খবর সামনে আসার পরই বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। পরে দীপিকা জানান, নারী হিসেবে তার এ সিদ্ধান্তকে চাপ বা সমস্যা হিসেবে দেখা হলেও তিনি নিজের অবস্থানে অনড় থাকবেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ