স্মৃতিসৌধে পৌঁছতে পারেননি তারেক রহমান, শ্রদ্ধা জানালেন দলের প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৬ ডিসেম্বর) : বিকাল ৫টার পর তার পক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খানসহ একটি প্রতিনিধিদল।

পথে জনতার ভিড়ের কারণে সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধের মূল বেদীতে শ্রদ্ধা জানাতে হয়।

এ কারণে বিকাল ৫টার পর তার পক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খানসহ একটি প্রতিনিধিদল।

এদিন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তায় বিকাল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান তিনি। সেখানে বাবার কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। পথে জনতার ভিড়ের কারণে সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাতে পারেননি তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ