হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে রাতভর অবস্থানের ঘোষণা, গণজমায়েত অব্যাহত

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৬ ডিসেম্বর) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েত ও অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার দুপুরের পর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে রাতভর শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয় এবং এতে শাহবাগ দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সন্ধ্যার পর সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা স্লোগান ও বক্তব্যের মাধ্যমে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অবরোধের কারণে শাহবাগ মোড়সহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দের আহ্বানে সন্ধ্যার পর থেকে ছাত্র-জনতার উপস্থিতি আরও বাড়তে থাকে।

অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, খুনিদের গ্রেপ্তারের জন্য সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু সরকার সেই সময়ের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তাই এখন থেকে লাগাতার আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, শহীদ উসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কোনো আপস নয়। খুনিদের গ্রেপ্তারই একমাত্র সমাধান। যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে জবাব না দেবেন, ততক্ষণ পর্যন্ত শাহবাগ ছাড়ার প্রশ্ন নেই।

আন্দোলনকারীরা ঘোষণা দেন, খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ ও রাতভর অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ