শ্রীপুরে যুবলীগের সন্ত্রাসি তোয়েব খা গ্রেপতার
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (২০ ডিসেম্বর) : মাগুরা জেলার শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ তোয়েব খা, পিতা- মোঃ আজিল খা পুলিশের হাতে আটক হয়েছেন।
আজ ভোরে গোপন এক সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠনের বৈঠক থেকে শ্রীপুর থানার পুলিশ তাকে আটক করে বলে থানা কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
৫ আগষ্টের পরে দীর্ঘদিন পলাতক থাকার পরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে যুবলীগের এই প্রভাবশালী নেতা নিজ গ্রামে এসে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ, ছাত্রলীগকে পুনরায় সুসংগঠিক করার কাজে ব্যাস্ত ছিলেন।
স্থানীয় বিএনপির নেতা কর্মীরা জানান এই তোয়েব খা দীর্ঘদিন ধরে এলাকায় নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বর্তমান সরকারকে হঠানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করছেন।
শুক্রবার রাতে উপজেলার সারঙ্গাদিয়া গ্রামে তার নিজ বাড়িতে উপজেলার ৮ টি ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের লোকজন নিয়ে গোপন বৈঠকে অংশ নেয়।
গ্রামবাসী বিষয়টি টের পেয়ে শ্রীপুর থানায় খবর দিলে, রাত আনুমানিক ৩:৩০ মিনিটের সময় পুলিশ এসে যুবলীগের নেতা তোয়েব খা কে গ্রেপতার করেন।
মনোয়ারুল হক/
