ডিএসইর প্রথম নারী এমডি নুজহাত আনোয়ার

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ ডিসেম্বর) : ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার। তিনিই প্রতিষ্ঠানটির প্রথম নারী এমডি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার নিয়োগ অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

নুজহাত আনোয়ার আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়ন খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞ একজন পেশাজীবী। এ নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে কর্মরত ছিলেন।

আইএফসিতে কর্মরত অবস্থায় তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বের মধ্যে ছিল লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ। তিনি বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করা সিনিয়র কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেন। কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী রূপান্তরকালীন তিনি অ্যাক্টিং ক্লাস্টার ম্যানেজারের ভূমিকা পালন করেন।

এ ছাড়া তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার ছিলেন। এ সময় বতসোয়ানার রাজধানী গাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নেন। তার উদ্যোগেই বতসোয়ানায় আইএফসির প্রথম বিনিয়োগ বাস্তবায়িত হয়।

নুজহাত আনোয়ারের দক্ষতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি ও লিকুইডিটি ব্যবস্থাপনা, ট্রানজ্যাকশন সার্ভিসেস, পোর্টফোলিও অপটিমাইজেশন এবং বাজার-সংক্রান্ত নীতি ও অ্যাডভোকেসি।

কর্মজীবনের শুরুতে তিনি সিটি ব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে টানা ১৬ বছর বিভিন্ন দায়িত্বে কাজ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে মাস্টার্স ইন কমার্স ডিগ্রি অর্জন করেছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ