গোপন ও ঝুঁকিপূর্ণ যাত্রাপথে আহত নোবেলজয়ী মাচাদো
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৬ ডিসেম্বর) : ভেনেজুয়েলা থেকে নরওয়ে যাওয়ার গোপন ও ঝুঁকিপূর্ণ যাত্রাপথে আহত হয়েছেন দেশটির বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। যাত্রার সময় তার মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়েছে বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত সপ্তাহে অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করতে যাওয়ার পথে একটি ছোট মাছ ধরার নৌকায় করে উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার সময় তিনি এই আঘাত পান।
নরওয়ের দৈনিক আফতেনপোস্টেন জানায়, উচ্চ ঢেউয়ের ধাক্কায় নৌকাটি বারবার দুলে ওঠে, সেখানেই মাচাদো আহত হন।
মাচাদোর মুখপাত্র ক্লাউডিয়া মেসেরা বলেন, “মেরুদণ্ডে ফ্র্যাকচারের বিষয়টি নিশ্চিত হয়েছে। এ ছাড়া আপাতত নতুন কোনো তথ্য প্রকাশ করা হবে না।”
সংবাদ অনুযায়ী, অসলো পৌঁছানোর পর তাকে অসলো ইউনিভার্সিটি হাসপাতালের উল্লেভাল শাখায় চিকিৎসকদের কাছে নেওয়া হয়। বৃহস্পতিবার ভোরে নরওয়েতে পৌঁছালেও ৫৮ বছর বয়সী এই নেত্রী বুধবার অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সময়মতো উপস্থিত থাকতে পারেননি।
এর আগে মাচাদো জানিয়েছিলেন, ভেনেজুয়েলা থেকে বেরিয়ে আসার এই বিপজ্জনক যাত্রায় তিনি নিজের জীবনের জন্য শঙ্কিত ছিলেন। তবে আঘাতের পরও তিনি হোটেলের বাইরে অপেক্ষমাণ সমর্থকদের শুভেচ্ছা জানাতে একটি প্রতিবন্ধক টপকে তাদের সঙ্গে দেখা করেন। সূত্র: দ্য গার্ডিয়ান
মনোয়ারুল হক/
