বিজয়ের মাসে রেমিট্যান্স প্রবাহ ২৩.৬ শতাংশ বেড়েছে
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৬ ডিসেম্বর) : চলছে বিজয়ের মাস ডিসেম্বর। বছরের শেষ সময়ে এসেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ২৩.৬ শতাংশ বেড়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
এ সময় প্রবাসীরা দেশে ১ হাজার ৭০৭ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৩৮১ মিলিয়ন ডলার।
২০২৫-২৬ অর্থবছরের গত ১ জুলাই থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা ১৪ হাজার ৭৪৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরে একই সময়ে ছিল ১২ হাজার ৫১৯ মিলিয়ন ডলার।
মনোয়ারুল হক/
