ভারতে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩১ জানুয়ারি) : দুই বাংলার নন্দিত তারকা জয়া আহসান। এ বছরের প্রথম ভারত থেকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন জনপ্রিয় এ অভিনেত্রী। ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি অর্জন করেছেন সেরা অভিনেত্রী (সমালোচক) পুরস্কার। বিষয়টি ফেসবুকে নিজেই জানিয়েছেন জয়া।

কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি ২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে অভিনেত্রী বলেন, ‘বছরের প্রথম পুরস্কার হিসেবে এ সম্মাননা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ ও অভিভূত। পুতুলনাচের ইতিকথা আমার জন্য একটি বিশেষ কাজ, আর সমালোচকদের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া ভীষণ আনন্দের।’

সিনেমাটিতে তার চরিত্র ও অভিনয় ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সংবেদনশীল অভিনয়, চরিত্রের গভীরতা এবং আবেগী প্রকাশ; সব মিলিয়ে এতে তার পারফরম্যান্সকে বছরের অন্যতম সেরা অভিনেত্রীর তালিকায় রেখেছে।

সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। এতে জয়া আহসানের সঙ্গে আরও অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ