ইসরায়েলের কাছে ৬.৬ বিলিয়ন ডলারের অস্ত্র ও হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৩১ জানুয়ারি) : ইরানের হামলার আশঙ্কায় নিজেদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করছে দখলদার ইসরায়েলে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের ৩০টি অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার এবং অত্যাধুনিক সামরিক যানবাহনসহ মোট ৬.৬ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইসরায়েল।
শুক্রবার (৩০ জানুয়ারি) এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরাইলকে একটি শক্তিশালী, আত্মরক্ষা সক্ষমতা গড়ে তুলতে ও বজায় রাখতে সহায়তা করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই প্রস্তাবিত বিক্রয় পদক্ষেপটি সেই উদ্দেশ্যগুলোর পরিকল্পনারই একাংশ ও সামঞ্জস্যপূর্ণ।’
এছাড়াও প্যাকেজের মধ্যে রয়েছে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের যৌথ হালকা কৌশলগত যানবাহন বিক্রি। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরাইলে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম পাঠায়। এই সরঞ্জামাদির বেশিরভাগই বিক্রির পরিবর্তে সহায়তা হিসেবে দেওয়া হয়।
এএফপির এক পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, হামাস গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে আক্রমণ করে, যার ফলে ইসরাইলি পক্ষের ১ হাজার ২২১ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এ হিসেবের মধ্যে গাজা উপত্যকায় বন্দী থাকা অবস্থায় মারা যাওয়া বা নিহত হওয়া জিম্মিরাও অন্তর্ভুক্ত রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানা গেছে, গত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে এই ছোট উপকূলীয় অঞ্চলে কমপক্ষে ৭১ হাজার ৬৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মনোয়ারুল হক/
