অসৎ কাজ থেকে বিরত থেকেছি, সেজন্য আমার বুকের জোড় অনেক বেশি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক (ঠাকুরগাঁও), এবিসিনিউজবিডি, (৩১ জানুয়ারি) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেল-জুলুমের নির্যাতনের মধ্য দিয়ে আমার জীবন থেকে ১৫টি বছর চলে গিয়েছে। এখন সুযোগ এসেছে ভোট দেওয়ার, তা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সঠিক লোককে বেছে নিতে পারব।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে নিজ জেলা ঠাকুরগাঁও মানবকল্যাণ পরিষদ হলরুমে ডেইরি অ্যাসোসিয়েশন মালিক সমিতির আয়োজনে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতিবিদরা চোর হয়, কিন্তু আমার বিষয়ে এখনো কেউ এমন কথা কেউ বলতে পারবেন না। আল্লাহর হুকুমে এসব অসৎ কাজ থেকে আমি বিরত থেকেছি। সেজন্য আমার বুকের জোড় অনেক বেশি।’

তিনি আরো বলেন, ‘সততার সঙ্গে রাজনীতি করছি, তাই আমি নিজের কাছে পরিষ্কার, আল্লাহর কাছেও পরিষ্কার’। এ সময় তিনি নিজের জন্য সবার কাছে দোয়া ও ভোট চান।

ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নসহ সব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ