প্রশান্ত মহাসাগরে ৩ জাহাজে মার্কিন হামলায় নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৬ ডিসেম্বর) : প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চালে কথিত মাদক পাচারকারী তিনটি জাহাজে মার্কিন সেনাবাহিনীর হামলায় আট মাদক সন্ত্রাসী নিহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) চালানো এ অভিযানে নিহতদের সবাই পুরুষ। মার্কিন বাহিনীর চলমান এই অভিযানে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে।
মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী জাহাজগুলো প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চালের পরিচিত এক মাদক চোরাচালান পথ ধরে অবৈধ মাদক পাচার করছিল।
পোস্টে আরও বলা হয়, অভিযানে প্রথম জাহাজে তিনজন, দ্বিতীয় জাহাজে দুইজন এবং তৃতীয় জাহাজে তিনজন মাদক-সন্ত্রাসী নিহত হন।
মনোয়ারুল হক/
