কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদের
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ ডিসেম্বর) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আপনাদের একটি সিদ্ধান্ত অসংখ্য মানুষের ভাগ্য নির্ধারণ করে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দায়িত্ব পালনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মক্ষেত্রে গতিশীলতা, সেবার মানোন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নে তার কর্মদক্ষতা, নেতৃত্ব ও অঙ্গীকারকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই দুই মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর নিষ্ঠা, আন্তরিকতা এবং সহযোগিতা আমার কাজকে সহজ করেছে। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির যে প্রচেষ্টা আমরা একসঙ্গে চালিয়েছি, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, আজকে বিদায় অনুষ্ঠান নয়, কৃতজ্ঞতা প্রকাশের অনুষ্ঠান। স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও জনবান্ধব করতে উপদেষ্টা আসিফ মাহমুদ যে দিকনির্দেশনা প্রদান করেছেন, তা মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে নতুন গতি ও স্বচ্ছতা এনেছে।
সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের অন্যতম মহানায়ক আসিফ মাহমুদ শুধুই একজন উপদেষ্টা নয়, একজন অনুকরণীয় ব্যক্তিত্ব, উপদেষ্টার ক্যারিশমাটিক লিডারশীপ এবং ফটোজেনিক মেমোরি, যা কর্মক্ষেত্রে প্রতিটি কাজে পরিলক্ষিত হয়েছে।
মনোয়ারুল হক/
